জেলা খাদ্য নিয়ন্ত্রক, নওগাঁ দপ্তরের যথাযথ উদ্যোগের ফলে অত্র উপজেলার বাজারে খাদ্যশস্যের সরবরাহ এবং বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। নওগাঁ জেলার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য উদ্বৃত্ত উপজেলা হিসেবে পরিগণিত। শ্রীলংকায় প্রেরণের উদ্দেশ্যে নওগাঁ জেলা হতে ৬৫০০ মেট্রিক টন চাল হালিশহর সি.এস.ডিতে প্রেরণ করা হয়েছে তার মধ্যে ৪০০০ মে.টন চাল অত্র উপজেলা হতে প্রেরণ করা হয়েছে। কৃষকদের অধিক হারে প্রণোদনা প্রদানের লক্ষ্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অজর্ন করা সম্ভব হয়েছে। কৃষি উপকরণ সহায়তা কাড³ ও জাতীয় পরিচয়পত্রের কৃষক কৃষকের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে। ধানের মূল্য কৃষকদের নিজস্ব ব্যাংক হিসাবে সরাসরি পরিশোধ করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস