নওগাঁ নামের গ্রাম হতেই নওগাঁ শহর। নওগাঁ শহরের নামানুসারে সাবেক নওগাঁ থানা ও মহকুমা এবং বর্তমানে নওগাঁ উপজেলা ও জেলার নামকরণ। সন্নিহিত নয়টি চক বা জনবসতির সমন্বয়ে গঠিত ‘‘নয় গাঁ’’ কালক্রমে পরিবর্তিত হয়ে নওগাঁ নাম ধারণ করেছে। নওগঁ সদর উপজেলার বুক চিড়ে অতিবাহিত হয়েছে যমুনা নাদী। ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নওগাঁ সদর উপজেলা গঠিত। অত্র উপজেলায় একটি খাদ্য গুদাম বা এলএসডি সম্পৃক্ত আছে। উক্ত খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ করা হয়। অত্র উপজেলায় ২১ টি অটোমেটিক সিদ্ধ চাল কল, ২৪৫ টি সিদ্ধ হ্যাসকিং চাল কল, ১৩ টি আতপ চাল কল আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস